লোহাগাড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাঁজা, ফেন্সিডিল ও বিদেশি মদ উদ্ধার

লোহাগাড়ায় প্রতিনিধি | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনের এক ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৪ কেজি গাঁজা, ৩২৩ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোনাবির পাড়ার মৃত এনায়েত আলীর পুত্র মো. ফোরকান প্রকাশ ডাইল ফোরকান (৪০) ও একই এলাকার মৃত এস্তাফাজুর রহমানের পুত্র এহসানুল আলম (৫৫)

র‌্যাব জানায়, অবৈধ মাদকদ্রব্য মজুদ করে ক্রয়বিক্রয় করার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ফোরকান প্রকাশ ডাইল ফোরকান ও এহসানুল আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় রুমের ভেতর থেকে গাঁজা, ফেন্সিডিল ও বিদেশি মদগুলো উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। গ্রেপ্তার ফোরকানের বিরুদ্ধে লোহাগাড়া থানায় ৪টি ও সাতকানিয়া থানায় ২টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। এছাড়াও সে হুন্ডি ব্যবসার সাথে জড়িত। সে সরাসরি ভারত থেকে গাঁজা, ফেন্সিডিলের চালান নিয়ে এসে চট্টগ্রাম ও কক্সবাজারে সরবরাহ করত। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই বিল্লাল হোসেন জানান, গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদসহ গ্রেপ্তার ফোরকান ও এহসানুল আলমের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা রুজু করেছে। মঙ্গলবার (গতকাল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মেডিটেশন দিবস পালিত
পরবর্তী নিবন্ধবান্দরবান উপজেলা আ’লীগের সম্মেলন