লোহাগাড়ায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার

বিস্ফোরক মামলা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ও গতকাল সোমবার নিজ নিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হক এবং চরম্বা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুস শুক্কুর। পুলিশ জানায়, রোববার দুপুরে কলাউজান ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে মাহমুদুল হককে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোরে চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় তারা এজাহারভুক্ত আসামি। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, সোমবার (গতকাল) গ্রেপ্তার দুই ইউপি সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পদুয়ায় বিজয় র‌্যালি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা