লোহাগাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গত বুধবার নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এই নোটিশ জারি করেন। লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ হাসানের আবেদনের প্রেক্ষিতে এই নোটিশ দেয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তিন পথের মাথা এলাকায় বিএনপির উদ্যোগে শোকসভা, খতমে কুরআন ও ইছালে ছাওয়াব অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন ইদ্রিস মিয়া। নির্বাচনী প্রতীক বরাদ্দের পূর্বে ও নির্ধারিত প্রচারণা সময়ের বাইরে সংঘটিত হওয়ায় তা নির্বাচনী আচরণবিধি পরিপন্থী। উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত সময়ের পূর্বে যেকোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না। উক্ত কার্যকলাপ নির্বাচন আচরণবিধি সুস্পষ্ট, গুরুতর ও শাস্তিযোগ্য লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। যা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষার পরিপন্থী। উক্ত নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে দাখিল করার নির্দেশ প্রদান করা হয়েছে।












