লোহাগাড়ায় তিন মসজিদে চুরি

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় তিনটি মসজিদে পৃথক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সদর ইউনিয়ন ও চরম্বা ইউনিয়নে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক ও মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, দরজার তালা ভেঙে সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দরবেশহাট মাওলা পাড়া জামে মসজিদ থেকে আইপিএস ও ব্যাটারি, চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়া কবরস্থান সংলগ্ন ইবাদতখানা থেকে সৌরবিদ্যুতের ব্যাটারি ও দানবক্সের টাকা এবং একই ওয়ার্ডের জমাদার পাড়া এন ইসলাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইবাদতখানা থেকে সৌরবিদ্যুতের ব্যাটারি নিয়ে যায় চোরেরা। ফজরের নামাজ আদায় করতে গিয়ে চুরির বিষয়টি টের পান স্ব স্ব মসজিদের ইমাম-মোয়াজ্জিন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, মসজিদে চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিহার থেকে ১৫০ বছরের পুরনো বুদ্ধমূর্তি চুরি
পরবর্তী নিবন্ধইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বহিষ্কার ২