লোহাগাড়ায় তালাবদ্ধ ফ্ল্যাটে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সিঁড়িঘর দিয়ে ঢুকে একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্কুল রোডস্থ উকিল পাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আইনান মাহমুদ শাওন থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই এলাকার মৃত আবদুল আজিজের পুত্র।

ক্ষতিগ্রস্ত আইনান মাহমুদ শাওন জানান, তাদের ভবনে নির্মাণ কাজ চলছিল। এজন্য ভবনের সিঁড়িঘর খোলা ছিল। ৩ তলাবিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় এক ফ্ল্যাটে তারা সপরিবারে থাকেন। অন্য ফ্ল্যাটগুলোতে ভাড়াটিয়া থাকেন। গত শুক্রবার সকালে তাদের ফ্ল্যাট তালাবদ্ধ করে পরিবারের সবাই নিকটাত্মীয়য়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে চোরেরা রাতের যে কোনো সময় পার্শ্ববর্তী ভবনের ছাদ দিয়ে তাদের ভবনের ছাদে এসে সিঁড়িঘর দিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় চোরেরা অন্যান্য ফ্ল্যাটের দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। পরে তাদের ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১১ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এলোমেলো করে ফেলে ফ্ল্যাটে থাকা সব মালামাল। চোরেরা যাবার সময় ভবনের গেটের তালা ভেঙে পালিয়ে যায়। ভোরে অন্যান্য সব ফ্ল্যাটের দরজা বাহিরে বন্ধ থাকায় কেউ বের হতে না পারছিল না। পরে মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে সেখানে যান শাওনরা। তাদের ফ্লাটের দরজার তালা ভাঙা ও মালামাল এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বিএনপি ধানের শীষ প্রার্থী সাচিংপ্রু জেরীর নির্বাচনী পথসভা
পরবর্তী নিবন্ধরামগড় অনাথালয়ে মানবকল্যাণ ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ