চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জহির উদ্দীন (৩০) ও মামুন নামের দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার সময় উপজেলার পদুয়া সিকদার দিঘীর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বাইক সড়কের পাশে থাকা একটি সিএনজির সাথে ধাক্কা লেগে কক্সবাজার মুখী ট্রাকের নিছে ডুকে চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহত মামুন সাতকানিয়া উপজেলার বারদোনার মৌলবী পাড়ার ছিদ্দিক আহমদের পুত্র। অপরজনের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।