লোহাগাড়ায় টিলা কেটে মাটি পাচার, এস্কেভেটর জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় টিলা কাটার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাটখোলা মুড়ার সইন্যাকাটা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, টিলা কেটে মাটি পাচারের খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে টিলা কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে সাথে ছিলেন চুনতি রেঞ্জের বড়হাতিয়া বনবিট কর্মকর্তা, বড়হাতিয়া ইউপির প্যানের চেয়ারম্যান আজিজুল হক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় স্কুল ছাত্র শাহেদ হত্যা মামলায় গ্রেপ্তার এক
পরবর্তী নিবন্ধহালদায় অভিযান ১৪শ মিটার জাল জব্দ