শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে লোহাগাড়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার পদুয়া করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য সাবেক এমপি শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
সংবর্ধিত অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, মো. জামাল হোসেন, সদস্য নাজমুল মোস্তফা আমিন, এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজল কবির ফজলু।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি পলাশ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ–সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যক্ষ আ ন ম নোমান, বিএনপি নেতা এসএম আবু সাঈদ চৌধুরী টিটো, মো. কাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাব্বির আহমদ মেম্বার, সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া, মো. আবুল হাসেম, আ ক ম হামিদুল হক, সুভাষ চন্দ্র নাথ, শিক্ষক সুজিত কুমার পাল, সুমন মজুমদার হিরো, শিক্ষক প্রদীপ কুমার দাশ, প্রকৌশলী অশোক দাশ, শিবুপদ চৌধুরী, সুলাল ধর, হরিশংকর গুপ্ত, মৃণাল দাশ মিলন, শিক্ষক অলক দাশ প্রমুখ। আজ শনিবার অহোরাত্র অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ চলবে।