লোহাগাড়ায় ছিনতাইকারীর আক্রমণে বাইক থেকে পড়ে এক দম্পতি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের মৃত ছিদ্দিক আহমদের পুত্র আবদুর রহিম (২৭) ও তার স্ত্রী কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের মেয়ে মায়মুনা বেগম (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে বাইক থেকে পড়ে আহত অবস্থায় এক দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান তারা। ঘটনার পর আরেকটি বাইকে ৩ আরোহী দ্রুত মহাসড়ক থেকে অভ্যন্তরীণ সড়ক দিয়ে চলে যেতে দেখেছেন।
আহত আবদুর রহিম জানান, তার স্ত্রী মায়মুনা বেগমকে সাথে নিয়ে বাইকযোগে চন্দনাইশ থেকে শ্বশুর বাড়ি চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। লোহাগাড়া থানা এলাকা থেকে একটি বাইক তাদেরকে অনুসরণ করে পেছনে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার আগে পেছনের এক বাইক আরোহী ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে তাদেরকে আক্রমণের চেষ্টা করে। একপর্যায়ে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ টান দিলে তারা বাইক থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।