লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হক (২২) আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ আইস পার্কের সামনে এই ঘটনা ঘটে। আহত মুহিবুল হক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত নুরুল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইস পার্কের সামনে মুহিবুলসহ কয়েকজন সহপাঠী দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ জিহাব ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিনহাজ বাইকযোগে একই স্থানে আসেন। তখন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের দেখতে পেয়ে তাদেরকে ঘটনাস্থলে আটকানো হয়। পরে তাদেরকে থানায় নিয়ে যাবার জন্য প্রথমে ছাত্রলীগ নেতা জিহাবকে ব্যাটারি চালিত রিকশাতে তোলেন। এ সময় হাতাহাতিতে জিহাব আহত হন। পরে ছাত্রলীগ নেতা মিনহাজকে রিকশায় তোলার সময় মুহিবুল হকের পেছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অন্যরা ছাত্রলীগ নেতা জিহাবকে থানায় নিয়ে যাবার পথে রশিদের পাড়া এলাকায় পৌঁছলে চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। আহত মুহিবুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
এদিকে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল। ওসি জানান, ঘটনার সাথে জড়িত আসামিদের আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












