লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাশকতা মামলা

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নাশকতা মামলায় মিশকাতুর রহমান বিতু (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার আধুনগর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিতু উপজেলার আধুনগর ইউনিয়নের আখতারিয়া পাড়ার খোরশেদ আলমের পুত্র ও উপজেলা ছাত্রলীগের উপঅর্থ বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, গ্রেপ্তার বিতুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, মঙ্গলবার (গতকাল) গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধ‘শহীদী শপথ’ নিয়ে ৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার চাইল ইনকিলাব মঞ্চ