লোহাগাড়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ২

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার সদর বটতলী স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের গৈরালা সর্দার পাড়ার শ্যামল সর্দার (৬৫) ও বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী এলাকার সাইফুল ইসলাম (৩২)

লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই) হাসানুজ্জামান হায়দার জানান, পুলিশ বক্সের সামনে একটি টেম্পোর কাগজপত্র দেখার জন্য থামানো হয়। এ সময় টেম্পু থেকে ৫৬ জন লোক নেমে দ্রুত পালিয়ে যায়। এরপর টেম্পুতে তল্লাশি করে চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে মদসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, চোলাইমদসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। রোববার (আজ) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসোনাগাজীতে নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
পরবর্তী নিবন্ধএসডিজি ইয়ুথ ফোরামের চারা বিতরণ কর্মসূচি