লোহাগাড়ায় চেতনানাশক ছিটিয়ে তিন বসতঘরে ডাকাতি

শিশু-বৃদ্ধসহ অসুস্থ ১২, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

লোহাগাড়া সদর ইউনিয়নের উকিল পাড়ায় চেতনানাশক স্প্রে ছিটিয়ে তিন বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্তরা হলেন কবির আহমদ (৭০), প্রবাসী রহমত উল্লাহ (৫৩) ও আবুল হাশেম (৫৫)।
এদিকে ডাকাতদলের ছিটানো চেতনানাশকের প্রভাবে তিন পরিবারের শিশু-বৃদ্ধসহ ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন কবির আহমদের পুত্র সাইফুল ইসলাম (২৭), হেলাল উদ্দিন (৪০), তার স্ত্রী শাহীন আক্তার (৩০), প্রবাসী রহমত উল্লাহর স্ত্রী নাছিমা আক্তার (৩২), তার পুত্র মো. সাহেদ (১৬), মো. শিহাব (১৫), মেয়ে শিফাতুল জান্নাত (১০), শাফিয়া জান্নাত (৭), মৃত আবদুস সালামের পুত্র আবুল হাসেম (৫৮), তার স্ত্রী শাহীন আক্তার (৪০), মেয়ের শ্বশুরালয়ে বেড়াতে আসা আলী মিয়া (৭০) ও আবুল হাসেমের পুত্র ওমর ফারুক জিহান (১৬)। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রবাসী রহমত উল্লাহর স্ত্রী নাছিমা আক্তার জানান, প্রতিদিনের মত রাতের খাবার শেষে বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাতের কোনো এক সময় ডাকাতরা ভ্যান্টিলেটর ভেঙে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে। এরপর ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। স্প্রে’র প্রভাবে কানের দুল খুলে নেয়ার সময়ও কিছু টের পাননি তিনি। ছোট মেয়ে শাফিয়া জান্নাত খাট থেকে পড়ে গিয়ে কান্না করছিল। কিন্তু কান্নার শব্দ শুনলেও মেয়েকে খাটে তুলে নেয়ার শক্তি ছিল না তার। পরে সকালে বসতঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন।
কবির আহমদের পুত্র অসুস্থ হেলাল উদ্দিন জানান, ডাকাতদল বসতঘরে কীভাবে ঢুকেছে তা তারা জানেন না। তবে সকালে বসতঘরের দরজা খোলা ছিল। ডাকাতরা নগদ ৬৮ হাজার টাকা, দেড় ভরি ওজনের ১টি আংটি ও এক জোড়া কানের দুল নিয়ে গেছে বলে জানান তিনি।
আবুল হাশেম পরিবারের মো. আরিফ জানান, ডাকাতরা তাদের বসতঘর থেকে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৭ হাজার টাকা নিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক ডা. সেগুপ্তা মিশকাত মোকাররামা ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নূর মোহাম্মদ শহীদুল্লাহ জানান, হাসপাতালে ভর্তি হওয়া সকলে শঙ্কামুক্ত। তবে, তাদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট থেকে দুই চাঁদাবাজ আটক
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ৩৯ দিনেও খোঁজ মেলেনি স্কুল ছাত্রী মিলির