লোহাগাড়ায় চেক প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:০৫ অপরাহ্ণ

লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় মোহাম্মদ শাহ আলম (৪৫) নামে ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ আলম উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের লস্কর পাড়ার নুরুল কবির ইসলাম মিয়ার পুত্র।

পুলিশ জানায়, শাহ আলম চেক প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
পরবর্তী নিবন্ধবিভিন্ন অপরাধে ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা