লোহাগাড়ায় চার আসামি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার উপজেলার আমিরাবাদ স্কুল রোড সংলগ্ন এক কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্কুল রোড উকিলের পাড়ার মো. ফজল কবিরের পুত্র মো. সাজ্জাদুল কবির রিপন (৪২), একই ওয়ার্ডের ইসমাইল চৌকিদার পাড়ার মো. কালু মিয়ার পুত্র মো. নুরুল ইসলাম (৪৫), সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সওদাগর পাড়ার মো. জসিমের পুত্র মো. শহিদ (১৯) ও সাতকানিয়ার কেওচিয়া মাইজ পাড়ার আবু বক্করের পুত্র মো. আবদুর রহমান (২৮)

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত মামলায় রিপন এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে। নুরুল ইসলামকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি ও মাদকের ৯টি মামলা রয়েছে। এছাড়া শহিদ ও আবদুর রহমানকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সোমবার (গতকাল) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাগরিকদের সেবায় সরকারি প্রতিষ্ঠানের সাথে এনজিও অংশগ্রহণ বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধগুলিবিদ্ধ ভাইয়ের মৃত্যুর ভিডিও দেখে ট্রাইব্যুনালে কাঁদলেন বড় ভাই