লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫০) নামে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় ৪ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভিন আক্তার (৪২) বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, একই এলাকার মৃত মোজাহের আহমেদের পুত্র আলী শাহ নেওয়াজ লাভলু (৫০), তার পুত্র মারুফ হোসাইন (২৪), মো. মাহিম (২১) ও স্ত্রী খতিজা প্রকাশ বুলবুল (৪৫)। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা–জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১২ সেপ্টেম্বর সকালে শাহ আলম তার ব্যবসা প্রতিষ্ঠানে যাবার জন্য বসতঘর থেকে বের হন। এ সময় লাভলু তার নবনির্মিত বসতঘরের সামনে চলাচলের রাস্তা দখল করে বালুর বস্তা দিচ্ছিলেন। শাহ আলম চলাচলের রাস্তায় বালু বস্তা দিতে নিষেধ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে লাভলু হাতে থাকা কোদাল দিয়ে শাহ আলমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে শাহ আলমের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মূলত আলী শাহ নেওয়াজ লাভলু একাই শাহ আলমকে কোদাল দিয়ে আঘাত করেছেন। ফলে শাহ আলমের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থলে মামলার অন্য আসামিরা ছিলেন না। তাদেরকে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।












