লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামী গ্রেপ্তার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ৮:১২ অপরাহ্ণ

লোহাগাড়ায় মাদক বিক্রেতা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আধুনগর ইউনিয়নের মরা ডলুকুল এলাকার জালাল উদ্দিনের পুত্র হাফেজ আহমদ (৪০) ও একই ইউনিয়নের উত্তর হরিণা চৌধুরী পাড়ার মৃত জাহাঙ্গীর আলম চৌধুরীর পুত্র আবুল কাশেম প্রকাশ কালু (৪৫)।
পুলিশ জানায়, সোমবার (১৭ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা সদরের পুরাতন থানা গেইট এলাকা থেকে হাফেজ আহমদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ১১০ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা পাওয়া যায়।
অপরদিকে, আজ মঙ্গলবার (১৮ মে) ভোরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আবুল কাশেম প্রকাশ কালু (৪৫) নামে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হাফেজ আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়া, আবুল কাশেম প্রকাশ কালু নামে অপর এক আসামীকে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
তাদেরকে আজ মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশু নিখোঁজ
পরবর্তী নিবন্ধবন্দরে কনটেইনারের নিচে পড়ে যুবক নিহত