লোহাগাড়ায় গৃহবধূররহস্যজনক মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জয়শ্রী দে বৈশাখী (২৩)। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মকুন্ডু পাড়ার সুরঞ্জন গুপ্তের স্ত্রী ও বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম মাস্টার পাড়ার বিকাশ রঞ্জন দে’র কন্যা। গতকাল বৃহস্পতিবার সকালে বসতঘরের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, প্রায় ১৪ মাস আগে জয়শ্রী দে বৈশাখীর সঙ্গে সুরঞ্জন গুপ্তের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা ছিল না। তবে বিয়ের কিছুদিন পর থেকে পুত্রবধূর সাথে শাশুড়ির মনোমালিন্য দেখা দেয়। ধারণা করা হচ্ছে, শাশুড়ির মানসিক পীড়নে অতিষ্ঠ হয়ে বৈশাখী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
জয়শ্রীর নিকটাত্মীয় স্থানীয় প্রদীপ মিত্র জানান, আমার বাড়ি জয়শ্রীর শ্বশুরবাড়ির কাছেই। ভোর ৫টার দিকে তার স্বামী ও শাশুড়ি বাড়িতে এসে জানায় জয়শ্রী মারা গেছে। আমি তাৎক্ষণিক তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই খাটের উপর জয়শ্রীর নিথর মরদেহ পড়ে আছে। পরে তার বাপের বাড়িতে খবর দেয়া হয়।

জয়শ্রীর পিতা বিকাশ রঞ্জন দে জানান, বুধবার রাতেও শাশুড়ির সাথে ঝগড়া হওয়ার বিষয়টি মেয়ে তার মাকে মোবাইলে জানিয়েছে। সকালে গিয়ে এ ব্যাপারে শ্বশুরবাড়ির লোকজনের সাথে আলোচনা করার কথা ছিল। এর আগেও মেয়ের সাথে শাশুড়ি বিভিন্ন কারণে ঝগড়া করতো ও মানসিক যন্ত্রণা দিত। স্বামী সুরঞ্জন গুপ্ত জানান, তিনি পেশায় একজন শিক্ষক। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কলহ ছিল না। প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে এক সাথে ঘুমাতে যান। ভোরে হঠাৎ ঘুম ভাঙলে স্ত্রীকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত ও রাস্তা থেকে ৫০ দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধমহানবীর (দ.) শুভাগমনে পৃথিবী থেকে অন্ধকার ও বর্বরতা দূরীভূত হয়