লোহাগাড়ায় গুঁড়িয়ে দেয়া হলো ২টি ইটভাটা

আজাদী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৪২ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে ২টি ইটভাটা। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় বেশ কিছু কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, অভিযানে চরম্বা ইউনিয়নের বিবিরবিলা এলাকার শাহ আলম কোম্পানি মালিকানাধীন মেসার্স বার আউলিয়া ব্রিকস ও একই এলাকায় আশীষ বাবুর মালিকানাধীন মেসার্স মহাজন মসজিদ ব্রিকস (এমএমবি) গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে লোহাগাড়ায় অভিযান চালানো হয়েছে। এই ভাটাগুলো জেলা প্রশাসন কার্যালয় প্রদত্ত লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুত করে আসছিল।

পূর্ববর্তী নিবন্ধমুনাফালোভী ব্যবসায়ীদের ব্যাপারে উদাসীন সরকার
পরবর্তী নিবন্ধইউসিবির প্রশিক্ষণ কর্মশালা