লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৮:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার আমিরাবাদে গলায় ফাঁস দিয়ে সরোয়ার কবির (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সরোয়ার কবির ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার রোকেয়ার বর পাড়ার মৃত আহমদ কবিরের পুত্র। তিনি পেশায় টমটম চালক।
স্থানীয় ইউপি সদস্য হোছাইন মুহাম্মদ শারফু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ৭ মাস পূর্বে যুবক সরোয়ার কবির বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর স্ত্রীর সাথে মনোমালিন্য দেখা দেয়। বিষয়টি পারিবারিকভাবে সমাধান হয়েছিল। তারপরও তিনি অভিমান করে বসতঘরে সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। আত্মহত্যার পূর্বে যুবক সরোয়ার কবির একটি চিরকুটও লিখে গেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবক সরোয়ার কবির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজামেয়া মাদরাসায় ওবাইদুল হক নঈমীর স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধ‘প্রকৃত মেধাবীদের খুঁজে বের করছে ইডিইউ’