লোহাগাড়ায় খাল থেকে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৯:৩৫ অপরাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে টংকাবতী খাল থেকে মাটি কাটার অপরাধে মো. তারেক নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুর রহমানের পুত্র।

আজ সোমবার (১৯ জুন) দুপুরে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিধি বহির্ভূতভাবে টংকাবতী খাল থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএপিকে মৌসুমী ফল উৎসব
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফের শ্রমিকের মৃত্যু