লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫০) নামে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রধান আসামি আলী শাহ নেওয়াজ লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোররাত ৪টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ান হাট এলাকায় নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লাভলু উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘাটিয়ার পাড়ার মৃত মোজাহের আহমেদের পুত্র।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর সকালে শাহ আলম তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সময় লাভলু তার নবনির্মিত বসতঘরের সামনে চলাচলের রাস্তা দখল করে বালুর বস্তা দিচ্ছিলেন। শাহ আলম চলাচলের রাস্তায় বালুর বস্তা দিতে নিষেধ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে লাভলুর হাতে থাকা কোদাল দিয়ে শাহ আলমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে শাহ আলমের মৃত্যু হয়। ঘটনার একদিন পর গত ১৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভিন আক্তার (৪২) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার পর আসামি লাভলু কৌশলে এলাকা থেকে পালিয়ে গিয়ে আত্মগোপনে থাকেন। তাকে গ্রেপ্তার করতে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নানার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।