লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার গভীর রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলী সিকদার পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। সাথে ছিলেন থানা পুলিশ, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীরা। জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটা এবং পরিবহনের অপরাধে ১টি এস্কেভেটর ও ৩টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, জব্দকৃত এস্কেভেটর ও ডাম্প ট্রাক উপজেলা হেফাজতে রাখা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












