লোহাগাড়ায় এজেন্ট ব্যাংকে চুরি, টাকা লুট

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় তালা ভেঙে এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার চুনতি বাজারস্থ শাহ জব্বারিয়া সড়কে হাজী জয়নাল আবেদিন মার্কেটের ২য় তলায় ব্যাংক এশিয়া এজেন্টে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী হাফেজ মো. জকরিয়া জানান, গত বৃহস্পতিবার এজেন্ট ব্যাংকের কার্যক্রম শেষে তালাবদ্ধ করে চলে যান তিনি। গত শনিবার রাতেও আশপাশের দোকানীরা এজেন্ট ব্যাংকের গেট তালাবদ্ধ দেখেছেন। গভীর রাতে চোরেরা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ক্যাশবক্সে থাকা ১ লাখ ২৩ হাজার টাকা নিয়ে যায়। গতকাল রোববার সকালে এজেন্ট ব্যাংকের কার্যক্রম শুরুর জন্য আসলে গেটের তালা ভাঙা ও ভেতরে ঢুকে দেখতে পান ক্যাশে রক্ষিত টাকাগুলো নেই। কয়েকদিন আগে এজেন্ট ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ায় চুরির দৃশ্য ধরা পড়েনি বলে জানান তিনি।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্বাস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান