লোহাগাড়ায় এক রাতে ৫ গরু চুরি

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৯:০৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় এক রাতে ৩ পরিবারের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার (১২ মার্চ) ভোররাতে পৃথক এই চুরির ঘটনাগুলো ঘটে। ইউপি সদস্য যথাক্রমে নাছির উদ্দিন ও আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, পুটিবিলা ৩নং ওয়ার্ডের এম.চর হাট বাজার সংলগ্ন এলাকায় মোহাম্মদ আলীর ২টি এবং ৪নং ওয়ার্ডের নালারকুল এলাকায় আবদুস শুক্কুরের ২টি ও তার ভাই আবদুল মজিদের ১টি গরু নিয়ে যায় চোরেরা।

ক্ষতিগ্রস্তরা জানায়, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে গরু রেখে দরজায় তালাবদ্ধ করে ঘুমিয়ে যান তারা। সকালে গোয়ালঘরের তালা ভাঙা ও গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। চুরি হওয়া গরু ৫টির আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার শরিফুল জানান, গরু চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতুতে এবার কাভার্ডভ্যান বিকল, সেই চেনা দুর্ভোগ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় আগুনে পুড়ল ১২ বসতঘর