লোহাগাড়ায় এক রাতে চার বসতঘরে চুরি

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় এক রাতে চার বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোররাতে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কলাউজান মরিশ্চা পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মাওলানা বদরুল কাদের, সালেহা বেগম, প্রবাসী নুরুল ইসলাম ও মো. ইসলাম। ক্ষতিগ্রস্তরা জানান, গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে মাওলানা বদরুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঘর তালাবদ্ধ করে প্রতিবেশী সালেহা বেগমসহ হাসপাতালে চলে যান। এছাড়া একইদিন সকালে প্রবাসী নুরুল ইসলাম ও মো. ইসলামের পরিবার ঘরে তালা মেরে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে তালাবদ্ধ ঘরগুলোতে তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬৭ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। সকালে বসতঘরের দরজার তালা ভাঙা ও ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে তারা চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। এদিকে খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচুনতি অভয়ারণ্যে বালুভর্তি ডাম্প ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জামায়াতের প্রার্থী পরিবর্তন, নতুন প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম