লোহাগাড়ায় এক রাতে কৃষকের ৬ গরু চুরি

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় এক রাতে মো. রাকিবুল আলম (২৮) নামে এক কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই এলাকার নুরুল আলমের পুত্র। ওইদিন চুরির ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক রাকিবুল আলম জানান, প্রতিদিনের ন্যায় রাতে গোয়ালঘরে গরু রেখে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে গোয়াল ঘরের তালা ভাঙ্গা ও গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়া গরুর মধ্যে ৩টি পিজিএন গাভী ও ৩টি বাছুর। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার জানান, গরু চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তাকর্মীর মৃত্যু
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ১০ দিনব্যাপী লালন উৎসব শুরু