লোহাগাড়ায় এক রাতে এক কৃষকের ৬ গরু চুরি

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৭:২১ অপরাহ্ণ

লোহাগাড়ায় এক রাতে মো. রাকিবুল আলম নামে এক কৃষকের ৬টি গরু চুরি হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোররাতে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই এলাকার নুরুল আলমের পুত্র। চুরির ঘটনায় একই দিন তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক রাকিবুল আলম জানান, প্রতিদিনের মতো তিনি রাতে গোয়ালঘরে গরু রেখে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে গোয়ালঘরের তালা ভাঙ্গা ও গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়া গরুর মধ্যে ৩টি পিজিএন গাভী ও ৩টি বাছুর যেগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার জানান, গরু চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শপথ নেয়ার আগেই ইউপি সদস্যের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার