লোহাগাড়ায় এক কৃষকের ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোররাতে উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল ডা. এয়াকুব পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম জিয়া উদ্দিন (৪০)। স্থানীয় ইউপি সদস্য সুজন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমাতে যান। ভোররাতে চোরের দল গোয়ালঘরের দরজার তালা কেটে গরু ২টি নিয়ে যায়। সকালে গোয়ালঘরের তালা কাটা ও গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়া গরু ২টির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এদিকে গত শুক্রবার রাতে একই ওয়ার্ডের রোস্তমের পাড়ায় গোয়ালঘরের দরজার তালা কেটে আবদুল হামিদের ১টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গরু চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।