লোহাগাড়ায় এক্সকেভেটর জব্দ ও বেকারিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৫:০৮ অপরাহ্ণ

লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটায় একটি এক্সকেভেটর জব্দ ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাবার তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুরে কলাউজান ও আমিরাবাদ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

তিনি জানান, পশ্চিম কলাউজান ২নং ওয়ার্ডে কৃষি জমি থেকে অবৈধভাবে টপসয়েল কাটার অপরাধে একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার লোকজন পালিয়ে যায়।

অপরদিকে, আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় শাহ আমানত বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করে দেয়া হয়েছে। খাবার উৎপাদন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পারলে কারখানা চালুর অনুমতি দেয়া হবে। এছাড়া নোংরা খাবার ও পাম অয়েল পুকুরে ফেলে নষ্ট করে দেয়া হয়েছে।

অভিযানে সহায়তা করেন বিএসটিআই মাঠ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য আবদুর রহিম, উপজেলা ভূমি অফিসের সমির চৌধুরী, নয়ন দাশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধমা হচ্ছেন পরীমনি, বাবা রাজ