লোহাগাড়ায় একরাতে ২ গরু চুরি

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ৫:১৫ অপরাহ্ণ

লোহাগাড়া আমিরাবাদে একরাতে বটন জলদাশ (৩৬) নামে এক কৃষকের ২টি গরু চুরি হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ভোররাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওই এলাকার নিকুঞ্জ জলদাশের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের ন্যায় রাতে গোয়ালঘরে গরু রেখে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে গোয়াল ঘরের তালা ভাঙা ও গরু দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়া গরুর মধ্যে ১টি গাভী ও ১টি বাছুর। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গরু চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় অভিযানে এক হাজার মিটার জাল জব্দ
পরবর্তী নিবন্ধরাস্তা-ফুটপাত দখল করে ২৪ হাজার টাকা জরিমানা দিল আট ব্যক্তি