লোহাগাড়ার চুনতিতে ইয়াবা পাচারকালে নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৯০০ ইয়াবা। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল এলাকার আহম্মদ হোসেনের পুত্র সাজ্জাত হোসেন (২৪) ও ময়মনসিংহের ধোবাউরা থানার গৌরীপুর মুক্তাগাছা এলাকার আবদুল মান্নানের কন্যা প্রিয়া আক্তার সামিয়া (১৯)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।