লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মনিরুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিরুল ইসলাম কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকার আকরাম উল্লাহর পুত্র ও বর্তমানে সিএমপির সিটি এসবি কোতোয়ালী জোনে কনস্টেবল পদে কর্মরত।
পুলিশ জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়া হয়। পরে মোটরসাইকেল আরোহীর কথাবার্তা সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।