লোহাগাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

আজাদী অনলাইন | শনিবার , ২২ মে, ২০২১ at ৫:৫৩ অপরাহ্ণ

লোহাগাড়ায় ২ হাজার ১শ’ পিস ইয়াবাসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। শুক্রবার (২১ মে) রাতে উপজেলার চুনতি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন নির্মাণাধীন রেললাইন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার চুনতি ইউনিয়নের সোলতান মাওলানা পাড়ার আবদুল আলীমের পুত্র মো. ইয়াহিয়া (৩২) ও রাঙ্গুনিয়া উপজেলার ধামাইর হাট ৬নং ওয়ার্ডের ছাদেকের পাড়ার মো. বাবুলের পুত্র মো. ইমরান (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তঃজেলা চোর চক্রের সদস্য ইয়াহিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।
জেল থেকে জামিনে বের হয়ে সে পুনরায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এছাড়া তার অপরাধ কর্মকাণ্ডের সহযোগী হয়ে কাজ করে ইমরান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার (২২ মে) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে পর্যটক রাখায় হোটেলকে জরিমানা