লোহাগাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ইয়াবাসহ লিটন হোসেন বাবু (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মহাসড়কের চুনতী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ থানার আলী আহমদের পুত্র। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় লিটন হোসেন বাবুর কাছে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। গতকাল সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ থানা ছাত্রলীগের দোয়া মাহফিল