লোহাগাড়ায় ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ইটভাটায় অভিযান চালিয়ে মো. রুহুল আমিন (৪৬) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকার নজির আহমদের পুত্র।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। তিনি জানান, গত সোমবার বিকেলে চরম্বা ইউনিয়নে পিবিএম নামে একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন ও ইট উৎপাদন এবং ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের সত্যতা পাওয়া যায়। তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ৪ ও ৬ ধারায় এক ব্যক্তি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলীতে জাপা প্রার্থী আবু তাহেরের সমর্থনে গণসংযোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জামায়াতের আমিরকে বরণ করে নিতে প্রস্তুত