লোহাগাড়ায় ইটভাটাকে লাখ টাকা জরিমানা ৪০ মণ কাঠ জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৪০ পূর্বাহ্ণ

জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় লোহাগাড়ায় এক ইটভাটাকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪০ মণ কাঠও জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গতকাল সোমবার বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মঘদীঘি এলাকায় অভিযান পরিচালনা করেন ইউএনও আহসান হাবিব জিতু।
ইউএনও বলেন, অভিযানে দেরাছ মিয়ার মালিকানাধীন এবিএম ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাটা থেকে জব্দকৃত কাঠ নিলামে বিক্রি করা হয়েছে।
এসিল্যান্ড নীলুফা ইয়াছমিন চৌধুরী, বড়হাতিয়া বনবিট কর্মকর্তা আসাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশীতার্ত মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে ‘দি ইনভিন্সিবল ৯/১১’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামবাসীর হৃদয়ে মহিউদ্দীন চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে