লোহাগাড়ায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত আবদুল আলমের পুত্র স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী (৪১) ও পুটিবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাওলানা পাড়ার মৃত নাজমুল হকের পুত্র আমান উল্লাহ (৪২)

পুলিশ জানায়, নুরুন্নবী আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আমান উল্লাহ স্থানীয় আওয়ামী লীগ নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় তারা এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ইউপি সদস্য নুরুন্নবীর পরিবার জানান, প্রায় ১৭ মাস পূর্বে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর থেকে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, একইদিন বিস্ফোরক মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপিওএসজি’র বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধশহীদ সাইফুল ইসলাম আলিফ এ দেশের তাওহিদি জনতার অগ্রসেনানী