চট্টগ্রামের লোহাগাড়ায় দু’পক্ষের হাতাহাতিতে চুরিকাঘাতে নিহত রাজমস্ত্রী জহির উদ্দীন হত্যা মামলায় সাহাব উদ্দীন (৩৮) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) ভোরে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মাদারবাড়ি এলাকা থেকে লোহাগাড়া থানার পুলিশের একটি টীম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম খান গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার সাহাব উদ্দীন উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড গৌড়স্হান নয়াপাড়ার বাসিন্দা সোলাইমানের পুত্র।
নিহত জহির পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের পুত্র।
এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে সাহাব উদ্দীন তার ভাই নাজিম উদ্দীনসহ মোট ৪ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মাদারবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে তার বাড়ির দক্ষিণ পাশের ঝোপঝাড় থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গতঃ পুটিবিলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় সাহাব উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ির নির্মান কাজ করেন জহির। গত ১৩ জুলাই সকাল ১০টার দিকে বাড়ির কাজের পাওনা টাকা সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতিহাতি হয়, হাতাহাতির এক পর্যায়ে জহিরের পেটে চুরির আঘাতে তার নাড়িভুঁড়ি বেরিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় গেলে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।গত ১৬জুলাই চিকিৎসাধীন অবস্হায় সেখানেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আলোচিত নির্মান শ্রমিক জহির উদ্দীন হত্যাকান্ডের মামলার এজাহার ভুক্ত সাহাব উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের ও দ্রূত গ্রেফতারের জন্য অভিযান চালিযে যাচ্ছি।গ্রেফতার আসামীকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হবে বলেও পুলিশের এই কর্মকর্তা।