লোহাগাড়ায় আগুনে পুড়েছে বসতঘর, ব্যাটারিচালিত রিকশা

৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ৮:১৮ অপরাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় আগুনে পুড়েছে ২টি বসতঘর, ২টি ব্যাটারিচালিত রিকশা, ২টি ছাগল, ৯শ’ কেজি ধান, নগদ টাকা ও আসবাবপত্র। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

আজ সোমবার (১৪ মার্চ) ভোররাতে ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মৃত মনোহরী নাথের পুত্র বাবুল নাথ (৫৫) ও মৃত গৌরহরি নাথের পুত্র রিকশাচালক সুমন নাথ (৩০)। আগুনে নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন সুমন নাথ।

ক্ষতিগ্রস্ত সুমন নাথ জানান, প্রতিদিনের মতো ঘরের ভেতর রিকশা চার্জে দিয়ে ঘুমাতে যান তিনি। ভোররাতে হঠাৎ বসতঘরে আগুন দেখা যায়। শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাঁশের বেড়া ও টিনের ছাউনিযুক্ত ঘরে ভেতর থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ২৫ মার্চের পর পলিথিন ব্যবহার করলে কঠোর ব্যবস্থা : মেয়র
পরবর্তী নিবন্ধএক ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব আবাহনীর