লোহাগাড়ায় অস্ত্র-কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার, যুবক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. রিফাত (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রিফাত একই এলাকার সিদ্দিক সওদাগরের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্রধারী রিফাতের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বসতঘর তল্লাশি করে ২টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ২ লিটার দেশীয় মদ, ৪টি রাম দা, ১টি ড্রোন, ৮টি মোবাইল, ৩টি মেমোরি কার্ড, ১টি মোবাইল ব্যাটারি, ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, ১টি পেনড্রাইভ ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত সরঞ্জামসহ তাকে থানায় হস্তান্তর করা হয়।

লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল জানান, অস্ত্রসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। শুক্রবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ কাগতিয়া দরবারে পবিত্র মিরাজুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধএরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল ইরান