লোহাগাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:১৭ অপরাহ্ণ

লোহাগাড়ায় মো. ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদিরকুল এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ইসমাইল হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকার মো. ফিরোজের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি একনলা দেশীয় বন্দুক, ৮টি তাজা কার্তুজের খোসা, ১টি রাম দা, ২০০ গ্রাম গাজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলা রুজু করা হবে। বৃহস্পতিবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেন্টাল মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জায়গা পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক
পরবর্তী নিবন্ধ৪০ দিনব্যাপী কোরআন ও নামাজ শিক্ষা প্রশিক্ষণ ২৫ অক্টোবর থেকে