লোহাগাড়ার পদুয়ায় গলায় ওড়না পেঁচিয়ে বিজলী জলদাশ (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের জলদাশ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বিজলী জলদাশ ওই এলাকার রন জলদাশের মেয়ে ও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
নিহতের পিতা রন জলদাশ জানান, তার মেয়ে দুপুরে স্কুল থেকে ফিরে পরিবারের সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে। এরপর যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়। বিকেলে পরিবারের লোকজন বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। মেয়ে কী কারণে আত্মহত্যা করেছে তিনি তা বুঝতে পারছেন না।
লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।