লোহাগাড়ায় অবৈধ ৬ করাতকল সিলগালা

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অভিযান চালিয়ে অবৈধ ৬ করাতকল সিলগালা করে দিয়েছে বনবিভাগ। গত শনিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ করাতকলের মালিকরা হলেন, সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি এলাকার মোস্তফিজুর রহমান, ওমর আলী, মো. ইয়াছিন, আবুল হাশেম, পুটিবিলা ইউনিয়নের জোড়পুকুর পাড়া এলাকার মমতাজ উদ্দিন ও মো. ইউসুফ। অভিযানে নেতৃত্ব দেন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, লাইসেন্স হালনাগাদ না থাকায় বিধিমালা ২০১২ আইনের ৩(১) ধারায় ৬ করাতকল সিলগালা করা হয়েছে। এসব করাতকল যাতে পুনরায় চালু করতে না পারে তারজন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া একইদিন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দস্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে ছগির মেম্বার মালিকানাধীন একটি অবৈধ করাতকল সিলগালা করে দিয়েছে বনবিভাগ।

পূর্ববর্তী নিবন্ধইকুইটি অপরাজিতা প্রকল্প গ্রাহকদের হস্তান্তর
পরবর্তী নিবন্ধচবিতে ৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা