লোহাগাড়ায় অভিযান চালিয়ে অবৈধ ৪ করাতকল সিলগালা করে দিয়েছে বনবিভাগ। গতকাল বুধবার সকালে চরম্বা ও কলাউজান ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ করাতকলের মালিকরা হলেন- কলাউজানের সাইফুল ইসলাম, আইয়ুব আলী, আজিজুল হক ও চরম্বার মো. বাবুল। অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বনবিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, লাইসেন্স হালনাগাদ না থাকায় ৪ করাতকল সিলগালা করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।












