লোহাগাড়ায় অবৈধ ৩ করাত কল সিলগালা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৯:০৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় অভিযান চালিয়ে অবৈধ ৩ স’মিল (করাতকল) সিলগালা করে দিয়েছে বনবিভাগ। গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের নয়া বাজার ও মুনিয়া মসজিদ নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ ঘনফুট কাঠও জব্দ করা হয়েছে। অবৈধ করাতকলের মালিকরা হলেন আবদুল শুক্কুর, গুরা মিয়া ও নজির আহমদ।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, লাইসেন্স হালনাগাদ না থাকায় বিধিমালা ২০১২ আইনের ৩(১) ধারায় ৩ করাতকল সিলগালা করা হয়েছে। এসব করাতকল যাতে পুনরায় চালু করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর ছিলেন এম কফিল উদ্দিন
পরবর্তী নিবন্ধঅনিমা চৌধুরী