লোহাগাড়ার চরম্বায় অভিযান চালিয়ে অবৈধ ৩ স’মিল (করাতকল) সিলগালা করে দিয়েছে বনবিভাগ। গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের নয়া বাজার ও মুনিয়া মসজিদ নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ ঘনফুট কাঠও জব্দ করা হয়েছে। অবৈধ করাতকলের মালিকরা হলেন আবদুল শুক্কুর, গুরা মিয়া ও নজির আহমদ।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, লাইসেন্স হালনাগাদ না থাকায় বিধিমালা ২০১২ আইনের ৩(১) ধারায় ৩ করাতকল সিলগালা করা হয়েছে। এসব করাতকল যাতে পুনরায় চালু করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।