লোহাগাড়ার পদুয়ায় সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণাধীন দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে পদুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাওঘাটা এলাকায় হাঙ্গর খালের পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, হাঙ্গর খালের পাড়ে সরকারি খাস জায়গা দখল করে জিয়াউর রহমান নামে এক ব্যক্তি দোকান নির্মাণ করছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরকারি খাস জায়গায় দোকান নির্মাণ বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু নিষেধ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয়।