লোহাগাড়ার চরম্বায় উন্নয়ন পরিষদের পুনর্মিলনী

| শনিবার , ৬ মে, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার চরম্বা তেলিবিলা সিদ্ধেশ্বরী কালী মন্দির উন্নয়ন পরিষদ আয়োজিত উৎসব পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শুক্রবার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাড. নিখিল দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষক অলক দাশ ও অ্যাড. পাপ্পু দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচ.এ গ্রুপের চেয়ারম্যান মো. হাফিজ আহমদ। সংবর্ধেয় অতিথি ছিলেন লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সহসভাপতি বিজয় আইচ, চট্টগ্রাম জেলা তদন্ত কর্মকর্তা সুরজিৎ কান্তি দাশ, সমাজসেবক সনজিত দত্ত, অনিক কুমার দাশ, লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি শিক্ষক সুমন মজুমদার হিরো, সাধারণ সম্পাদক রাজীব দাশ, যুগ্মসাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য, চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, সমাজসেবক প্রবাল দাশ, লামা উপজেলা পৌর যুবলীগের আহবায়ক রাজিব রক্ষিত। আরো বক্তব্য রাখেন পলাশ দাশ, প্রদীপ দাশ, সাধন বিকাশ দাশ, অধ্যাপক সুভাষ কান্তি দাশ, নির্মল কান্তি দাশ, চন্দন দাশ, মিটন দাশ, বিপ্লব দাশ, স্বপন দাশ, চন্দন দাশ, রাসেল দাশ (), সুমন দাশ, এড. উৎপল দাশ, অর্জুন দাশ, রাসেল দাশ (), তাপস দাশ, পাভেল দাশ, সাজিব দাশ, সুকান্ত দাশ, আনন্দ দাশ, আশীষ দাশ, তপন দাশ, রুবেল দাশ, বাসু দাশ (), দিলীপ দাশ (), নিউটন দাশ, তাপস দাশ, মৃদুল দাশ, রুপন দাশ, টিটু দাশ, ডা. উত্তম দাশ, উৎসব দাশ, দিলীপ দাশ (), অর্জুন শীল, অসীম দাশ বাবু, বাসু দাশ (), গৌতম দাশ, সুজন দাশ, মিটু দাশ, সজল দাশ, মন্টু দাশ মুন্সী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী জাগরণে প্রীতিলতা সবসময় প্রেরণার উৎস
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম হচ্ছে সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্রবিন্দু