চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গ্রান্ড মাশাবি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদীয় আসন ২৯২ লোহাগাড়া সাতকানিয়া চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে প্রশাসনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ৫ ই আগষ্টে থানা থেকে লুণ্ঠিত অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে আসামীদের আটক করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা গনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হতে চাই, কেউ অবৈধ উপায়ে কেন্দ্রে দখলদারি করার অপচেষ্টা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি তা শক্ত হাতে প্রতিরোধ করবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে সকল গণমাধ্যম কর্মীর সহযোগিতা কামনা করেন তিনি।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছলিম উদ্দীন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন চৌধুরী সোহেলসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।












