ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত লোহাগাড়া উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা ২৯ মে মোস্তফা বেগম গার্লস হাইস্কুল মাঠে সম্পন্ন হয়। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু। প্রতিযোগিতায় শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয় দল ৩-০ গোলে বার আউলিয়া হাফেজ আহমদ উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি খোরশেদ আলম চৌধুরী, পি আই ও মাহবুব আলম শাওন, শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত পালসহ অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহের শিক্ষকমন্ডলী। প্রতিযোগিতা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস কে শামসুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।